মিশোরীর এমন অর্জনে আমরা গর্বিত: কলেজ অধ্যক্ষ
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
প্রকাশিত হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল। এতে সারাদেশের মধ্যে প্রথম হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মিশোরী মুনমুন।
মিশোরীর এমন অর্জনে আনন্দিন পাবনা এডওয়ার্ড কলেজ পরিবার। কলেজের অধ্যক্ষ ড. মো. হুমায়ুন কবির মজুমদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মিশোরীর এমন অর্জনে আমরা গর্বিত।
তিনি আরও বলেন, মিশোরী পড়ালেখায় অনেক ভালো ছিল। সে কলেজের সব পরীক্ষাতেই ভালো করেছে। করোনাকালীন সময়ে আমরা যেভাবে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা করিয়েছি এটি তারই ফসল।
জানা গেছে, মিশোরীরর বাড়ি পাবনার রাধানগর এলাকায়। তার বাবা স্কয়ার গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করেন। মিশোরী ভর্তি পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৮৭.২৫ পেয়ে প্রথম হয়েছেন।