লকডাউন বন্ধের দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবিতে রাজধানীর নিউমার্কেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।
রোববার (৪ এপ্রিল) তিনটায় চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নূর ম্যানশন, ধানমন্ডি হকার্স মার্কেট সহ আশেপাশের মার্কেটের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ব্যবসায়ীরা লকডাউন মানিনা, মার্কেট খোলা চাই স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভের এক পর্যায়ে ব্যবসায়ীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউ মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা দুটি বাস ও পাঁচটি প্রাইভেটকার ভাঙচুর করেছে।