তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৫৪

মৃত্যু
দুর্ঘটনার শিকার ট্রেন

তাইওয়ানে টানেলের মধ্যে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় মৃত্যু বেড়ে ৫৪ জন হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক। শুক্রবার সকালে পূর্ব তাইওয়ানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আট বগির ট্রেনটিতে প্রথমে ৩৫০ জন যাত্রী ছিল বলে জানালেও পরে ৪৯০ জন ছিল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সাংবাদিক ক্যাথেরিন উই জানান, উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। সূর্য ডোবার আগে বগির ভিতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।

এর আগে সকালে কেন্দ্রীয় জরুরি অপারেশন সেন্টারের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, টানেলের ভিতরে চারটি বগি মারাক্তকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনার পর প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা যায় আটকে থাকা যাত্রীরা কেউ কেউ ক্ষতিগ্রস্ত বগি থেকে নামার চেষ্টা করছিলেন, কাউকে আবার হাঁটিয়ে বের করে আনছেন উদ্ধারকর্মীরা।

গত ৪০ বছরের মতো এটি সেখানকার সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। এর আগে ২০১৮ সালে উত্তর তাইওয়ানে একটি ট্রেন দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি হয়। আহত হন অন্তত ১৭৫ জন।