আত্মজীবনী লিখবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

অধ্যাপক
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

নিজের জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে আত্মজীবনী লিখবেন বলে জানিয়েছেন ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ লক্ষ্যে তিনি প্রস্তুতিও শুরু করেছেন বলে জানিয়েছেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

সিরাজুল ইসলাম জানান, বইটিতে তার জীবনের ঘটনা ধারাবাহিকভাবে থাকবে না, আসবে জীবনের নানা ঘটনাপ্রবাহ। বিশেষত, তার সময়ে দেখা বিশেষ বিশেষ ঘটনাবলিকে তিনি কিভাবে অবলোকন করেছন এবং সে সম্পর্কে তার ব্যাখ্যা কি- সেসবই উঠে আসবে বইটিতে। এজন্য তিনি বইটিকে আত্মজীবনী না বলে আত্মস্মৃতি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তিনি আরো জানান, তার লেখা আত্মস্মৃতিমূলক কয়েকটি বইয়ের প্রাসঙ্গিক অংশগুলো নতুন বইয়ে স্থান পাবে। এছাড়া নতুন করে লেখা বিষয়ও তাতে থাকবে।

প্রথমা প্রকাশন তার নতুন বইটি প্রকাশ করবে বলে কথা হয়েছে জানিয়ে তিনি জানান, বইটি লেখার প্রস্তুতি নিচ্ছেন, দ্রুতই তিনি বইটি লেখা শুরু করবেন।