নতুন এমপিও নীতিমালা: গ্রন্থাগারিকরা এখন থেকে শিক্ষক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিও জনবলকাঠামো ও নীতিমালা-২০২১ প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়।

জানা গেছে, নতুন নীতিমালায় স্নাতক (পাস) কলেজে গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষক (গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান নামে দুটি পদ সৃষ্টি করা হয়েছে।

আগের নীতিমালায় যারা গ্রন্থাগারিক হিসেবে কর্মরত এখন থেকে তাদের পদবি হবে গ্রন্থাগার প্রভাষক। আর সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার হিসেবে যারা কর্মরত এখন থেকে তাদের পদবি সহকারী শিক্ষক।

তবে পদ দুটির বেতন-ভাতাদি ও সুযোগ-সুবিধা ও বেতন স্কেল আগের মতো বহাল থাকবে বলে নীতিমালায় বলা হয়েছে।