প্রধানমন্ত্রী সবার জন্য উচ্চ শিক্ষা উন্মুক্ত করেছেন: নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগে উচ্চ শিক্ষা ছিল অভিজাত শ্রেণির জন্য। তবে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য উচ্চ শিক্ষা উন্মুক্ত করে দিয়েছেন। এছাড়া তিনি কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দিয়েছেন।

মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নওফেল বলেন, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেবল ভৌত অবকাঠামোগত উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না। শিক্ষা এবং গবেষণা এই দুটো বিষয়েরও দরতার হয়। কুমিল্লায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে অভাব ছিল তা আজ লাঘব হলো।