বিত্তবানদের দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান ব্যারিস্টার সুমনের

শিক্ষা
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে

অর্থের অভাবে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে কোনো সমস্যা না হয়, এজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে আহ্বান জানিয়েছেন আওয়ামী যুবলীগের লীগের আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এসময় তিনি দেশের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সবাইকে কাজ করারও আহ্বান জানান।

শুক্রবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নারগীস আহম্মেদ।

এসময় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষা বৃত্তি’ নামে প্রতি বছরের মতো এবারও ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রমুখ।