সেরা শর্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর মারজিয়া-তাসিম

পুরষ্কার
অতিথিদের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন মারজিয়া ও তাসিম

সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ -এ ‘বেস্ট শর্ট ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ২০২০’ পুরস্কার অর্জন করেছেন লাইকি ক্রিয়েটর নুসান তাসিম এবং মারজিয়া মিমি। জনপ্রিয় তারকাদের সমাগমে চ্যানেল আই বিল্ডিংয়ের চেতনা চত্বরে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা এই পুরস্কার গ্রহণ করেন।

দুইটি আজীবন সম্মাননা পুরস্কারসহ মোট ২৩টি বিভাগে সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয়। বিশিষ্টজনদের সমন্বয়ে গঠিত একটি জুরি-বোর্ড সেরা চলচ্চিত্র, সেরা নাটক, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং আরও অন্যান্য বিভাগে বিজয়ী নির্ধারণ করেন।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জনাব জুনাইদ আহমেদ পলক।

নুসান তাসিম বলেন, ‘যেকোন সৃজনশীল প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেলে সবসময়ই অনেক ভালো লাগে। সেফকিপার এবং চ্যানেল আই দ্বারা বেস্ট শর্ট ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসাবে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

মারজিয়া বলেন, ‘প্রথমে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যিই আমাকে এমন সম্মানজনক পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এই অর্জন আমাকে আরও বেশি দায়িত্বশীল হতে এবং আমার ফলোয়াররা আমার কাছ থেকে যেমনটি প্রত্যাশা করে, সে ব্যাপারে আরও বেশি মনযোগী হতে অনুপ্রাণিত করেছে। সেফকিপার এবং চ্যানেল আইকে এজন্য অসংখ্য ধন্যবাদ।’