১০ মার্চের মধ্যে শিক্ষকদের টিকা গ্রহণের নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

আগামী ১০ মার্চের মধ্যে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে বিষয়টি জানিয়েছে। মাউশির উপ পরিচালক মো. রুহুল আমিন এতে স্বাক্ষর করেছেন।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১০ মার্চ শিক্ষকদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে। সেজন্য শিক্ষকদের সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করতে হবে।

এতে আরও বলা হয়, মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের টিকা সংক্রান্ত তথ্য প্রতিষ্ঠান প্রধানরা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন। উপজেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা আর জেলা শিক্ষা অফিসার উপ পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলকে অবহিত করবেন।