পরীক্ষা না পেছালে অনশন করবে মেডিকেল ভর্তিচ্ছুরা

মেডিকেল
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা না পেছানো হলে অনশনের ঘোষণা দিয়েছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা।

মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, চলমান অবস্থা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঈদের পর নেয়া হচ্ছে। তাহলে আমাদের সাথে কেন এমন বৈষম্য করা হচ্ছে। আমরা সময়ের এই বৈষম্য মানি না। অবিলম্বে পরীক্ষার তারিখ পেছানো না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

শিক্ষার্থীরা আরও বলেন, জুন-জুলাই মাসে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সেক্ষেত্রে যদি ২ এপ্রিল এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা হয় তাহলে দুটি সমস্যা হবে। প্রথমত ওই শিক্ষার্থী যদি সরকারি মেডিকেলে সুযোগ না পায় তাহলে তাকে বেসরকারি মেডিকেলে ভর্তি হতে হবে। দ্বিতীয়ত সে যদি অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চায় তাহলে তাকে মেডিকেলে ভর্তির আশা বাদ দিতে হবে। তাই ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া এখন সময়ের দাবি।