তিন শিক্ষককে স্বপদে বহালের দাবিতে খুবি শিক্ষার্থীদের মশাল মিছিল

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত ও দুই শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। আজ বুধবার (৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মশাল মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে যেয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। এরপর শিক্ষার্থীরা বক্তব্য শেষ করে আবার মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে হাদী চত্বরে এসে সমস্বরে গানের মাধ্যমে তাদের কর্মসৃচি শেষ করেন।

বাংলা ডিসিপ্লিনের আতিদ তূর্য বলেন, আজকে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী নাগরিক সমাজ তিনজন সম্মানিত শিক্ষকের পুনর্বহাল করার জন্য বারবার কথা বলছে। খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে স্বেচ্ছাচারী প্রশাসনে পরিণত হয়েছে সে এই আলোর মশালের মাধ্যমে প্রতিহত করতে চাই। এ ছাড়াও অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তিনজন শিক্ষককের পুনর্বহাল করা হচ্ছে এই মর্মে একটি পত্র খুব দ্রুত আশা করছি।

ইতিহাস ডিসিপ্লিনের ইমামুল ইসলাম বলেন, শিক্ষকদের স্বপদে বহাল না করায় মশাল মিছিল কর্মসূচী। খুব দ্রুত স্বপদে বহাল না করলে এর থেকে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।

এ সময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, জনগণের টাকা নষ্ট করে আপিল করবেন না।