এবতেদায়ী প্রধানদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশ

দেশের বেসরকারি মাদ্রাসার এবতেদায়ী প্রধানদের সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তাদের ১৫তম গ্রেডের পরিবর্তে ১১তম গ্রেডে বেতন দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

জানা গেছে, এবতেদায়ী প্রধানদের বেতন ১১তম গ্রেডে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল আড়াই বছর আগে। ২০১৮ সালের জুলাই মাসে জারি করা মাদ্রাসার এমপিও নীতিমালায় এবতেদায়ী প্রধানদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

এরপর ১১তম গ্রেডে বেতন দেয়ার আদেশ জারি হয়েছিল ২০২০ সালের ২ জানুয়ারি। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি এসেও এবতেদায়ী প্রধানরা ১১তম গ্রেডে বেতন পাননি।

অভিযোগ ছিল, নানা অজুহাতে তাদের ১১তম গ্রেডে বেতন দেয়া হচ্ছিল না।  সর্বশেষ ২০২০ সালের এবতেদায়ী প্রধানদের ১১তম গ্রেডে বেতন নীতিমালা জারির দিন হতে বকেয়া দেয়া হবে কি না তার স্পষ্টিকরণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কাছে চায় অধিদপ্তর।

একইসঙ্গে মাদ্রাসা শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষকদের উচ্চতর গ্রেডের আবেদন গ্রহণ শুরু হলেও এবতেদায়ী প্রধানদের আবেদন নেয়া হচ্ছিল না। এ পরিস্থিতিতে এবতেদায়ী প্রধানদের ১১তম গ্রেডে বেতন দেয়ার ব্যবস্থা নিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়।