টিএসসি থেকে গ্রেফতারের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ছাত্রদলের নেতাকর্মীকে আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল। সোমবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে শাখা ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে টিএসসি থেকে মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্য দিক হতে ডাসের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ আমানউল্লাহ আমান বলেন, টিএসসি থেকে ছাত্রদলের নেতাকর্মীকে গ্রেফতার সরকারের এক ধরণের ফ্যাসিবাদী আচরণের অংশ। ক্যাম্পাসে পুলিশ ঢুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার হয় কীভাবে? প্রশ্ন তুলেন তিনি।

অবিলম্বে সারাদেশে গ্রেফতারকৃত ছাত্রদলের সকল নেতাকর্মীর মুক্তি দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন ছাত্রদলের এই নেতা।

বিক্ষোভ মিছিলে 'ক্যাম্পাসে পুলিশ কেন? ভিসি তুই জবাব দে, প্রক্টর তুই জবাব দে ' 'ক্যাম্পাসে পুলিশ হামলা করে, প্রশাসন করে কী? খায় দায় ঘুমায় নাকি? ' ইত্যাদি স্লোগান দেন তারা।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা, হল শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।