দেড়শ ডেভেলপারকে হঠাৎ চাকরিচ্যুত করল গুগল

ক্লাউড গেম স্ট্রিমিং সেবা স্টেডিয়ার জন্য গেম তৈরি করতে চেয়েছিল গুগল, নিয়োগ দিয়েছিল ডেভেলপারও। এখন সে পরিকল্পনা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। ফলে চাকরি হারিয়েয়েছেন প্রতিষ্ঠানের প্রায় দেড়শ গেম ডেভেলপার।

এ মাসের শুরুতেই ‘স্টেডিয়া গেমস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ বিভাগ বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে উইয়্যার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল উচ্চমানের ভিডিও গেম তৈরির জন্য প্রয়োজনীয় ব্যয়বহুল এবং জটিল সৃজনশীল প্রক্রিয়া সামাল দিয়ে উঠতে পারেনি– বিশেষ করে স্টেডিয়ার বিশেষত্বহীন সাবস্ক্রিপশন সংখ্যাও ভূমিকা রেখেছে।

গুগল প্রধান সুন্দার পিচাই ২০১৯ সালে স্টেডিয়ার উদ্বোধন করেন। এর সঙ্গে অ্যাপলের ক্লাউড গেমিং সেবা ‘অ্যাপল আর্কেডের’ মিল রয়েছে। ওই সময় সেবাটির জন্য নিজস্ব গেমিং টাইটেল আনার কথাও জানিয়েছিল গুগল। দুই বছরের মাথায়ই মত পাল্টেছে গুগল। স্টেডিয়ার জন্য নিজেরা গেইম তৈরি করার সিদ্ধান্ত থেকে মুখ ফিরিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন বলছে, চাকরি হারানো ডেভেলপারদের বলা হয়নি, কী কারণে তাদের চাকরি চলে গেল।