জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন কাল

আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন-২০২০ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় জুম অ্যাপসের মাধ্যমে এ অধিবেশন শুরু হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সিনেট অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্য, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।