খুবির সব পরীক্ষা স্থগিত, পাঠদান চলবে অনলাইনে

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) চলমান সকল ধরনের পরীক্ষা আগামী ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে পূর্বের ন্যায় অনলাইনে সকল ডিসিপ্লিনের ক্লাসসমূহ যথারীতি চালু থাকবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে ১৭ মে। এ ছাড়া শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে শিক্ষাকার্যক্রম আগামী ২৪ মে থেকে চালু হবে এ বিশ্ববিদ্যালয়ে।

এর আগে গত সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে খুলবে দেশের সব বিশ্ববিদ্যালয়। এর এক সপ্তাহ আগে ১৭ মে খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল। এই সময়ের মধ্যে ১ লাখ ৩০ হাজার আবাসিক ছাত্রছাত্রীকে টিকা দেওয়ার কাজ শেষ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদেরও টিকা দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ক্যাম্পাস খোলার আগে কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই হলে উঠে গেছেন তাদের অবিলম্বে হল ত্যাগের আহ্বান জানান। তিনি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেন, ক্যাম্পাস খোলার এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিসিএসে আবেদন ও পরীক্ষার তারিখ পেছানো হবে।