শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

টিকা
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

অগ্রাধিকারভিত্তিতে শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে করোনা ভাইরাসের টিকা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের টিকা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। শিক্ষকদের মধ্যে যাদের বয়স ৪০ বছর তারা দ্রুত টিকা পেয়ে যাবেন। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে যেভাবে সরকারি সিদ্ধান্ত হবে আমরা সেভাবেই কাজ করবো। ১৮ বয়সের নিচে যারা আছে তাদের তো দিতে পারবো না। আর ১৮ বছরের উপর যারা আছে তাদের ক্ষেত্রে সরকারিভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেটি ফলো করবো।

সভায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।