জোর করে কাউকে খেলাব না, সাকিব ইস্যুতে পাপন

তারকা ক্রিকেটার সাকিব আল হাসান (বায়ে) ও বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন

টেস্ট ক্রিকেটে বড় দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই টানাপোড়েনের মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে পরের টেস্ট সিরিজে দলের সেরা তারকা সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ।

এমন সময় ভারতের ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলে অংশ নেওয়ার জন্য দেশের হয়ে টেস্ট সিরিজে খেলবেন না সাকিব।

এমন দুঃসময়ে সাকিবের ছুটি চাওয়ার মন খারাপ হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। এখন থেকে কোনো ক্রিকেটারকেই আর দেশের হয়ে খেলতে জোর করবেন না বিসিবিপ্রধান।

সাকিব প্রসঙ্গে নাজমুল হাসান পাপন আজ সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘সাকিবের ব্যাপারে আমরা বিব্রত নই। তবে এটা বলতে পারি সাকিবের জন্য আমাদের মন খারাপ। দেখেন বোর্ড একটা খেলোয়াড়ের পেছনে অনেক বিনিয়োগ করে, কতটা করে সেটা আপনাদের জানা আছে কি না, জানি না। সে জায়গায় দল এমন দুটি টেস্ট ম্যাচ হারার পর যেমন– আমরা আফগানিস্তানের কাছে হেরেছি, আমরা হেরেছি পাকিস্তান-ভারতের কাছে, এরপর ঘরের মাটিতে হারলাম পরপর দুই টেস্ট। এমন পরিস্থিতিতে কেউ যদি বলে দেশের হয়ে পরের টেস্ট খেলব না, তাহলে কেমন লাগে?’

বিসিবিপ্রধান বলেন, ‘আমার ধারণা ছিল, সবাই উঠে-পড়ে লাগবে যে পরের টেস্টটা আমাদের জিততেই হবে। সেখানে কেউ যদি মনে করে দেশের হয়ে না খেলে অন্য দেশের টুর্নামেন্টে খেলবে, সে জায়গায় আসলে কিছু বলার থাকে না।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘এখন আমরা আমাদের দিক থেকে পরিষ্কার যে, আমরা জোর করে কাউকে খেলাব না। এটা (চুক্তি) আমরা দীর্ঘ মেয়াদি করব। প্রতিটি সিরিজের আগে এমন হওয়া চলবে না।’