নির্বাচনী সহিংসতার বলি কলেজছাত্র হাবীব

কলেজছাত্র হাবিবুল ইসলাম
কলেজছাত্র হাবিবুল ইসলাম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আহত কলেজ ছাত্র হাবিবুল ইসলাম (১৮) মারা গেছেন। আজ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার।

নিহত হাবিবুল ইসলাম পৌরসদরের দক্ষিণ গাছবাড়িয়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। সে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলরপ্রার্থী আবু তৈয়ব ও আব্দুর রহিমের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন কলেজছাত্র হাবিব।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার আট দিন অতিবাহিত হলেও এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

নাসির উদ্দীন সরকার বলেন, পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন নির্বাচন দেখতে আসা কলেজছাত্র হাবিব। সেসময় তাকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আট দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে তিনি মারা যান।