টিকার দ্বিতীয় চালান আসছে কাল

ভ্যাকসিন
করোনার টিকা

আগামীকাল সোমবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস টিকার দ্বিতীয় চালান দেশে আসছে। তবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ায় ঠিক কখন টিকা এসে পৌঁছাবে সেটি নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হাসান পাপন বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং রবিবার থাকার কারণে দুই দেশেই সরকারি ছুটি চলছে। কাল দেশে টিকার দ্বিতীয় চালান আসবে এটি নিশ্চিত। তবে ঠিক কখন আসবে এটি কাল সকালে জানা যাবে।

প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সে দিন থেকে শুরু করে শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ মানুষ।