একুশের জয়ধ্বনি

কবি ও শিক্ষার্থী

আজ আমরা
বাংলায় কথা বলি,
অ-আ-ক-খ বর্ণমালাদের
উপর ভর দিয়ে চলি।

সেই শাসকগোষ্ঠী ৫২’তে
কেড়ে নিতে চেয়েছিল
আমাদের মায়ের ভাষা,
বাংলার বীর সন্তানেরা
পূরণ করতে দেয়নি সেই আশা।

বাংলাকে রক্ষার্থে সেদিন
রফিক, শফিক, সালাম, জব্বার,বরকত'রা
খুলে দিয়েছিল বুক
করেছিল তাজা রক্তদান,
তাদের সে রক্তের বিনিময়ে
অবশেষে বাংলা পেল 
রাষ্ট্রভাষার মান,
২১শে ফেব্রুয়ারি পেল
আন্তর্জাতিক মাতৃভাষা
দিবসের মান।

কবি ও শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়