‘কিডস অ্যালাউন্স’ ও উপবৃত্তির টাকা একসঙ্গে পাবেন প্রাথমিক শিক্ষার্থীরা

প্রাথমিক
প্রাথমিকের শিক্ষার্থীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১০ লাখ শিক্ষার্থীকে ‘কিডস অ্যালাউন্স’ ও উপবৃত্তির তিন মাসের বকেয়া টাকা একসঙ্গে দেয়ার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর উপহার হিসেবে ছাত্র-ছাত্রীদের এই অর্থ দিতে চায় মন্ত্রণালয়।

জানা গেছে, শিক্ষার্থীদের উপবৃত্তি ও কিডস অ্যালাউন্স বাবদ অর্থ মন্ত্রণালয় থেকে তিন হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। কিডস অ্যালাউন্স হিসেবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা শিক্ষার্থীদের দেয়া হবে। আর উপবৃত্তির তিন কিস্তির বকেয়াও পরিশোধ করে দেওয়া হবে এ টাকা থেকে।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, কিডস অ্যালাউন্স ও উপবৃত্তির বকেয়া টাকা দিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেয়েছি। যে কোনো সময় এ টাকা বিতরণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর উপহার হিসেবে টাকাটা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চাই। এতে তারা নতুন উদ্যমে ক্লাসে ফিরতে পারবে।