মেডিকেল রোবোটিক্স প্রতিযোগিতায় গ্লোবাল চ্যাম্পিয়ন এমআইএসটি

যুক্তরাজ্য রোবোটিক্স এন্ড অটোনোমাস সিস্টেম (UKRAS) নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতায় ‘‘Medical Robotics for Contagious Diseases Challenges-2020’ (Application বিভাগ) এ মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) ছাত্রদের একটি দল চ্যাম্পিয়ন হয়েছে। যার ফলে দলটি ৫ হাজার ব্রিটিশ পাউন্ড প্রাইজ মানি অর্জন করেছে।

ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন আয়োজিত অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্বজনীন এই প্রতিযোগিতার অনলাইন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় বলে সোমবার (৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্য দুই বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের জনহপকিন্স বিশ্ববিদ্যালয় (উদ্ভাবন বিভাগ) এবং যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয় (ডিজাইন বিভাগ)। এমআইএসটির এই দলটি UVC Purge V নামের একটি UVC Disinfection Robot তৈরী করেছে।