ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে আজারবাইজানের ১৯ বিশ্ববিদ্যালয়

ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে আজারবাইজানের ১৯ বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ ঘোষণা করেছে আজারবাইজান। দেশেটির ১৯টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০০টিরও বেশি ভিন্ন ভিন্ন প্রোগ্রাম স্কলারশিপ দেয়া হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

এক নজরে আজারবাইজানের স্কলারশিপ

দেশ: আজারবাইযান
কোর্স লেভেল: স্নাতক, মাস্টার্স, ডক্টরেট

আর্থিক কাভারেজ: সম্পূর্ণরূপে অর্থায়ন
সময়সীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২১

স্কলারশিপ সম্পর্কে: “নিরপেক্ষ সদস্য দেশগুলোর নাগরিকদের জন্য শিক্ষামূলক অনুদান কর্মসূচী” যথাক্রমে ৬ ডিসেম্বর, ২০১৭ তারিখে এবং ১০ জানুয়ারি, ২০১৮ তারিখে আজারবাইজান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির আদেশে অনুমোদিত হয়।

স্কলারশিপের আওতায় যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে

* এডিএ বিশ্ববিদ্যালয়
* আজারবাইজান ইউনিভার্সিটি অব ল্যাঙ্গুয়েজেস
* আজারবাইজান স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি
* আজারবাইজান স্টেট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স
* আজারবাইজান স্টেট ইউনিভার্সিটি অফ কালচার এন্ড আর্টস
* আজারবাইজান স্টেট অয়েল এন্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি
* আজারবাইজান স্টেট পেডাগজিক্যাল ইউনিভার্সিটি
* আজারবাইজান আর্টস একাডেমী
* আজারবাইজান স্থাপত্য ও নির্মাণ বিশ্ববিদ্যালয়
* আজারবাইজান ন্যাশনাল কনজারভেটরি
* আজারবাইজান টেকনিক্যাল ইউনিভার্সিটি
* আজারবাইজান মেডিকেল বিশ্ববিদ্যালয়
* আজারবাইজান ইউনিভার্সিটি অফ ট্যুরিজম এন্ড ম্যানেজমেন্ট
* বাকু স্টেট ইউনিভার্সিটি
* বাকু প্রকৌশল বিশ্ববিদ্যালয়
* বাকু স্লাভিক বিশ্ববিদ্যালয়
* নাখচিভান স্টেট ইউনিভার্সিটি
* খাজার বিশ্ববিদ্যালয়
* গাঞ্জা স্টেট ইউনিভার্সিটি

সুযোগ সুবিধাসমূহ: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ ২০২১ সালের এই গবেষণার অধীনে নির্বাচিত প্রার্থীদের সকল খরচ কভার করবে।

* স্নাতক, মাস্টার ও ডক্টরাল ডিগ্রী প্রোগ্রামের জন্য টিউশন ফি মওকুফ।
* আন্তর্জাতিক ফ্লাইট এলাওয়েন্স নির্বাচিত শিক্ষার্থীদের জন্য প্রদান করা হবে
* আপনার খাবার, বাসস্থান এবং ইউটিলিটি বিল কভার করার জন্য আপনি মাসিক ভাতা পাবেন।
* চিকিৎসা বীমা
* ভিসা এবং নিবন্ধন খরচ

আবেদনের যোগ্যতা
*একটি ভাল একাডেমিক রেকর্ড থাকতে হবে
*স্নাতক এবং জেনারেল মেডিসিন প্রোগ্রামের জন্য স্কলারশিপ পেতে আবেদনকারীদের অবশ্যই ২৫ বছরের কম বয়সী হতে হবে
*স্নাতক এবং রেসিডেন্সি প্রোগ্রামের জন্য স্কলারশিপ পেতে আবেদনকারীদের অবশ্যই ৩০ বছরের কম বয়সী হতে হবে।
*ডক্টরেট প্রোগ্রামের জন্য আবেদনকারীদের বয়স অবশ্যই ৪০ বছর হতে হব

আবেদন পদ্ধতি: একজন শিক্ষার্থী সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে না। এই স্কলারশিপর জন্য অবশ্যই দেশের কূটনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত হতে হবে। অনুগ্রহ করে আজারবাইযান স্কলারশিপ ২০২১-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করতে হলে একজন শিক্ষার্থীকে ভর্তির আবেদনের মাধ্যমে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:

* ডিপ্লোমা এবং ট্রান্সক্রিপ্ট
* আন্তর্জাতিক পাসপোর্ট
* স্বাস্থ্য সার্টিফিকেট
* ৬ টি ছবি
* অন্যান্য সার্টিফিকেট এবং ডিপ্লোমার কপি।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি
আবেদন করুন এখানে
স্কলারশিপটি দেখুন এখানে