‘অটোপাসে’র দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

মানববন্ধ
শিক্ষার্থীদের বিক্ষোভ

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) নরসিংদী প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় দুইশ এসএসসি পরীক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ১৭ মার্চ থেকে মিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। অনলাইন পদ্ধতিতে যে ক্লাস হয়েছে তাতে আমরা খুব একটা উপকৃতও হইনি। চলমান করোনা পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা গ্রহণও বিলম্বিত হয়েছে। এতে করে আমাদের সেশনজটের সম্মুখীন হতে হবে। এছাড়া বর্তমান সময়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরীক্ষা স্থগিত করে অটোপাসের ব্যবস্থা করা হোক।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা খুব মানসিক পীড়ার মধ্যে আছি। ভবিষ্যত নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা চাই ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হোক। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন আমাদের এই মানসিক পীড়া থেকে মুক্তি দিতে।