২১ কেন্দ্রে সিনিয়র নার্স পদের বাছাই পরীক্ষা আজ

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর ২১টি কেন্দ্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের বাছাই পরীক্ষার অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, রাজধানীর ২১টি কেন্দ্রে একযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদের প্রার্থীদের বাছাই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘন্টাব্যাপী এ পরীক্ষা বিকাল ৩টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্সে পদের সংখ্যা ২ হাজার ৫০০ বলা হয়েছিল। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় অংশ নিতে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে প্রার্থীদের। পরীক্ষা হলে কোনো বই, ব্যাগ, হাতঘড়ি, মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।