ঢাবিতে ৮ দাবিতে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফসহ আট দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে ছাত্র ইউনিয়ন। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ।

কর্মসূচির উদ্বোধন করে অধ্যাপক এম এম আকাশ বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও বেতন-ফি আদায় করা অমানবিক। এমনকি বাজার অর্থনীতির বিবেচনায়ও শিক্ষাপ্রতিষ্ঠানের সব সুযোগ-সুবিধা, গবেষণাগার, গ্রন্থাগার বন্ধ থাকার পরেও এসবের ফি আদায় করা অন্যায্য। গণস্বাক্ষরের মতো কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে ছাত্রসংগঠনগুলোর গণসম্পৃক্ততা গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সঞ্চালনায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনের সময় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায়।

ফয়েজ উল্লাহ বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফসহ আমাদের আট দফা দাবির প্রতি সারা দেশের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমর্থন রয়েছে।

ছাত্র ইউনিয়ন গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তাঁদের সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করবে। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম চলবে। শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা দেওয়ারও দাবি করছে সংগঠনটি।

ছাত্র ইউনিয়নের এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কে এম মুত্তাকী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মাহির শাহরিয়ার, ঢাকা মহানগর শাখার সহসভাপতি প্রিতম ফকির, ঢাকা কলেজ শাখার সভাপতি বি এম জোবায়ের প্রধান, কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি শামীম হোসেন, ঢাকা জেলা শাখার সভাপতি মনির।