আওয়ামী লীগ সরকার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়: জাকির হোসেন

বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন
বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এটা শুধু কথায় নয় আজ বাস্তবে রূপ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার।তার নেতৃত্বে দেশ আজ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ।

প্রতিমন্ত্রী আজ শনিবার ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ডাটিয়ার চর বাজারে সুইচ টিপে বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পানির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করার মাধ্যমে চরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিয়েছে বর্তমান সরকার।তিনি আরো বলেন,রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান সহ উন্নয়নের ছোঁয়া আজ দেশের সব জায়গায় পৌঁছে গেছে।

তিনি বলেন, সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে পানির নিচ দিয়ে রৌমারী, চিলমারী ও রাজিবপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের সুবিধার্থে এ বিদ্যুৎ লাইন নির্মাণ করে সরকার। ৪০কিলোমিটার এ বিদ্যুৎ লাইনটি নির্মাণে সরকারের ৬কোটি ২০লাখ টাকা ব্যয় হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ, ঢুষমারা থানার ওসি ইফতেখারুল ইসলাম, অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব ফকির, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।