প্রাথমিকে এবার কত শিক্ষার্থী ভর্তি হল, জানতে চায় সরকার

এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কত শিক্ষার্থী ভর্তি হয়েছে তা জানতে চেয়েছে সরকার। আজ বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সব জেলা প্রশাসকের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য চেয়েছে।

অধিদপ্তরে অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২১ সালে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর সংখ্যা জরুরি ভিত্তিতে পাঠাতে অনুরোধ করা হলো। প্রাক প্রাথমিক শ্রেণি থেকে শুরু করে ষষ্ট শ্রেণি পর্যন্ত কোন শ্রেণিতে কত শিক্ষার্থী ভর্তি হয়েছে তা জানতে চাওয়া হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস কুমার আচার্য্য (পলিসিসি অ্যান্ড অপারেশন) স্বাক্ষরিত অফিস আদেশে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠাতে বলা হয়।