অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা

বহুজাতিক ই-কমার্স কোম্পানি আলিবাবার কর্ণধার জ্যাক মা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন বহুজাতিক ই-কমার্স কোম্পানি আলিবাবার কর্ণধার ও চীনের শীর্ষ ধনী জ্যাক মা। গত অক্টোবর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তাঁর নিখোঁজ হওয়ার গুজব ওঠে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, আজ বুধবার বেইজিং সরকারের সরকারি সংবাদপত্রের সহযোগী সংস্থা তিয়ানমু নিউজের অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা মিলেছে এই ধনকুবেরের। জ্যাক মা তাঁর বাসভবন ঝিজিয়াং প্রদেশের হ্যাংজহু শহরে অবস্থান করছেন।

তিয়ানমু নিউজ জানিয়েছে ভিডিওটি বুধবার সকালের। সেখানে চীনের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন জ্যাক মা।

গত অক্টোবরের শেষ দিকে সাংহাইয়ে একটি সম্মেলনে চীনা নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন জ্যাক মা। এরপর তাঁর একাধিক প্রতিষ্ঠান চীন সরকারের বাধার মুখে পড়ে। আর ওই ঘটনার পর প্রকাশ্যে দেখা মেলেনি আলিবাবা মালিকের।