বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ফিনল্যান্ড
প্রতীকী

ফিনল্যান্ড সরকারি স্কলারশিপ বিজ্ঞপ্তি-২০২১ প্রকাশিত হয়েছে। এই স্কলারশিপের আওতায় বিনা বেতনে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম করার সুযোগ পাবেন শিক্ষার্থী। এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই।

এই স্কলারশিপের অধীন ফিনল্যান্ডে ২২টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। প্রার্থী যে বিষয় পড়তে চায় সেই বিষয় কোন বিশ্ববিদ্যালয় অফার করছেন তা খুঁজে আবেদন করতে হবে।

সুযোগ সুবিধাসমূহ: বিস্তারিত অফিশিয়াল লিংকে

আবেদনের যোগ্যতা: ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই আইএলটিএস একাডেমিক ৬.০ ওভারঅল স্কোর থাকতে হবে এবং মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আইএলটিএস একাডেমিক স্কোর ৬.৫ ওভারঅল। তবে যাদের পড়াশোনার মাধ্যম ইংরেজি ভাষায় ছিল তারা মিডিয়াম অব ইন্সট্রাকশন এর সনদ দিয়েও আবেদন করতে পারবেন।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকলের জন্য উন্মুক্ত।

আবেদন পদ্ধতি

আবেদন করতে যা যা লাগবে
১) পাসপোর্ট
২) একাডেমিক পেপারস
৩) সিভি/রিজিউম
৪) মোটিভেশন লেটার
৫) জন্ম নিবন্ধন (ইংরেজি)/জাতীয় পরিচয়পত্র
৬) আইএলটিএস (একাডেমিক)/মিডিয়াম অব ইন্সট্রাকশন

আবেদন করুন এখানে
আবেদনের শেষ তারিখ: জানুয়ারি ২৭, ২০২১