তোমায় না দেখলে ভাল লাগে না

প্যারিস রোড

প্রিয় ক্যাম্পাস

তোমায় না দেখলে ভাল লাগে না
তোমার সাথে কথা না বললে ভাল লাগে না
তোমার আশায় পথ চেয়ে আছি আমরা
শুধু তুমি বাদে সবই চলে

চলে বাজার-হাট, চলে নির্বাচন
চলে অফিস আদালত আরও সবকিছু
তুমিই নাকি সমস্যা।
রাগ করো না, তাদের কথায়

আমরা যে তোমায় চাই।
আমরা চাই তোমাকে আগের মত পেতে,
আমরা চাই তোমাকে প্রাণ ফিরিয়ে দিতে,

আমরা চেষ্টা করছি
তোমার কাছে ফেরার
তুমি রাগ কর না।

মো. আরিফুল ইসলাম

তোমাকে পাওয়ার জন্য কত লেখালেখি
তোমার কাছে যাওয়ার জন্য কত আন্দোলন
শুধু তোমার জন্য
তুমি রাগ করো না।

তোমার আশা আমরা বুঝি
বুঝছে না তারা
তোমারও যে ভাল লাগে না আমাদের ছাড়া
আমরা সেটা বুঝি

বুঝছেনা তারা,
তুমি রাগ করো না।

আর একটু ধর্য ধর
দেখা হবে তোমার সাথে
কথা হবে, আড্ডা হবে
আরও কত কি

সব তো আর বলা যাবে না
তুমি রাগ করো না।

লেখক:  শিক্ষার্থী, ফার্মেসী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়