দুটি মাস্ক কতটা জরুরি

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। এই মহামারি থেকে বাঁচতে হাত ধোয়া, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করাসহ যার যার জায়গা থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন সবাই। অনেককে দেখা যাচ্ছে দুটি মাস্ক পরতে। তাদের ধারণা, ভাইরাস থেকে নিরাপত্তা নিশ্চিতে এটি আরও দ্বিগুণ শক্তিশালী। আসলেই কি এতে সুরক্ষার মাত্রা বাড়ে?

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, বিখ্যাত অভিনেতা টম ক্রুজ দুটি মাস্ক পরেন।  আমাদের চারপাশেও অনেকে ডাবল মাস্ক ব্যবহার করেন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিসকোর মেডিসিনের অধ্যাপক ও  সংক্রমণ রোগ বিশেষজ্ঞ মনিকা গান্ধী ইনসাইড এডিশনকে বলেছেন, এতে ৯০ থেকে ৯৫ শতাংশ ভাইরাসের কণা আটকানো সম্ভব হয়।

যুক্তরাষ্ট্রের রাটগারস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক অ্যালাইন এম. হোমস বলেন, যাদের ঝুঁকি বেশি, যেমন- নার্স কিংবা হাসপাতালকর্মী, তাদের জন্য ডাবল মাস্ক অতিরিক্ত সুরক্ষার একটি উপায় হতে পারে। তাছাড়া যারা কোভিডে আক্রান্ত, তাদের জন্যও এটি একটি ভালো কৌশল।

তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, দুটি মাস্কের আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা নেই।