ঘটনার সময় আনুশকা ও দিহান ছাড়া বাসায় কেউ ছিল না

ধর্ষণ
ইফতেখার ফারদিন দিহান

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও লেভেল’ শিক্ষার্থী আনুশকাহ আমিন অর্না ধর্ষণ ও হত্যার দিন অভিযুক্ত দিহানের বাসায় তারা দু’জন ছাড়া আর কেউ ছিল না বলে পুলিশকে জানিয়েছে বাসার গার্ড দুলাল হোসেন।

আনুশকাহ হত্যা ধর্ষণের পর থেকেই পলাতক ছিলেন দুলাল। গতকাল সোমবার ‘পান্থনিবাসে’ ফিরে আসলে তাকে হেফাজতে নেয় পুলিশ। পুলিশ হেফাজতে দুলালকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মাস্টারমাইন্ডের ছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতে সাক্ষ্য দেবেন দুলাল। আমরা তাকে আদালতে পেশ করবো। সেখানে জবানবন্দী দেয়া শেষে তাকে ছেড়ে দেয়া হবে।

দুলালের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার দিন ‘পান্থনিবাসে’ আনুশকাহ আর অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান একাই ছিলেন। জ্ঞান হারিয়ে ফেলার পর আনুশকাহকে দিহান কোলে করে বাসা থেকে নিচে নামিয়ে গাড়িতে তোলে। এর আগে ওই বাসায় এক থেকে দেড় ঘণ্টা ছিল তারা।