ফেসবুকে ছড়িয়ে পড়া মওদুদ আহমেদের মৃত্যুর সংবাদটি ভুয়া

অসুস্থ হয়ে রাজধানীরিএকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তবে বুধবার (৬ জানুয়ারি) তাঁর মারা যাওয়ার একটি সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদটি সঠিক নয়। বরং মওদুদ আহমেদের শারিরীক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

বিকেলে বিএনপির ফেসবুক পেজের এক স্ট্যাটাসে বলা হয়, ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেএম জাহিদ হোসেন।

বিএনপি মহাসচিবের বরাত দিয়ে চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

এছাড়াও সেই স্ট্যাটাসের সঙ্গে একটি ছবিও দেয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মির্জা ফখরুল ও তার সঙ্গে থাকা দুইজন হাসপাতালের মওদুদের বিছানার পাশে দাঁড়িয়েছেন এবং তাদের দিকে ব্যারিস্টার মওদুদ তাকিয়ে আছেন।