সময় পেছাচ্ছে বিশ্ব ইজতেমার
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
চলমান করোনা পরিস্থিতির কারণে এবার নির্ধারিত সময়ে হচ্ছে না তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্ব ইজতেমা কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে ২০২১ সালের ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের শুরুর দিকে ইজতেমা আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগের বিভক্ত দুটি গ্রুপ।
প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ধর্মপ্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে ইজতেমার তারিখ ঠিক করা হবে।