কইরো না বেশি তিড়িং বিড়িং, বাড়ি আমার ময়মনসিং— সনজিতের কবিতা

সনজিত চন্দ্র দাস

বাড়ি ময়মনসিং

কইরো না বেশি তিড়িং বিড়িং
বাড়ি আমার ময়মনসিং!

কই মাছের মত লাফাইয়োনা
গালা দিয়া দিবো হিং!
বাড়ি আমার ময়মনসিং

পকপক বেশি কইরো না মিয়া সব আছে জানা
সময়মতো টের পাইবা যখন দিমু হানা!

বেডাগিড়ি কার সাথে করো ভাব লও মিয়া
তুমি তো ছুডু মানুষ তোমার নানারে জিগাও গিয়া!

ময়মনসিংগা লুক আমরা ডরাই না কিছু
কোন কাজ করতে গিয়া হই না পিছু!

উড়াউরি কইরা লাভ নাইগো আমরা কি আইছি ভাইস্সা
চাপাবাজি কইরা বেইল পাইবা না শেষে যাইবা ফাইস্সা!

টিটকারি মারো ফিটকারি মারো হই নাতো কাবু
যতই নিজেদের বাবু ভাবো আসলে তোমরা আবু!

বেহল ভাইবা লাভ নাই মিয়া দেইন না যে বাইল
হারাজীবন পরে হাহুতাশ করবাইন পারবাইন গাইল!

এমনে কিছু থাকুক না থাকুক মনডা আমগোর বড়
বেশি বড়লুইক্কামি করলে দূরে যাইয়া মর!