বিসিএসে আবেদনের সময় বাড়াতে পিএসসিকে চিঠি খুবির

খুবি
খুলনা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ।

সোমবার খুবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বরাবর এক পত্রের মাধ্যমে এ অনুরোধ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক বিষয় নিয়ে উপাচার্যের সভাপতিত্বে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তারই আলোকে এ চিঠি দিয়েছেন উপাচার্য।

সভায় চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, সকল ডিসিপ্লিনের অনলাইন সেশনাল অথবা প্র্যাক্টিক্যাল ক্লাসসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক মোসাম্মাৎ হোসনে আরা, সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক এবং হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।