নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন পেছাল

নুরুল হক নুর
নুরুল হক নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা না দেওয়ায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ অক্টোবর সুনাম নষ্ট ও মানহানির অভিযোগ করে ঢাবি ছাত্রী বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। এর আগে ওই ছাত্রী গত ২০ ও ২১ সেপ্টেম্বর নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ এনে কোতোয়ালী ও লালবাগ থানায় আরও দুটি মামলা করেন।