যোগদানের দ্বিতীয় দিনেই অভিযানে চারঘাট থানার ওসি জাহাঙ্গীর

অভিযান
অভিযান পরিচালনা করছেন ওসি মো. জাহাঙ্গীর আলম

গত বুধবার (২৫ নভেম্বর) চারঘাট মডেল থানার দায়িত্ব গ্রহণ করেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম। দায়িত্বগ্রহণের পরই মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানে নামেন তিনি। বিষয়টি পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

সেই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (ইউসুফপুর বাজার সংলগ্ন) গ্রামে মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে চারঘাট মডেল থানা পুলিশ। এসময় মাদকের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরেন মো. জাহাঙ্গীর আলম।

স্থানীয় বাসিন্দা সমির উদ্দিন জানান, চারঘাট থানা নদী তীরবর্তী হওয়ায় এই উপজেলায় মাদকের প্রভাব একটু বেশি। তবে নবাগত চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ এর বিভিন্ন দক্ষতা ও সফলতা আমাদের মনে আশার প্রদীপ জ্বালিয়েছে। তার নেতৃত্বে এই এলাকা মাদকমুক্ত হবে বলেই আশা করছি।