ঢাবির সাবেক অধ্যাপক হাসনা বেগম করোনায় আক্রান্ত

ঢাবি দর্শন বিভাগ
অধ্যাপক হাসনা বেগম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের সাবেক অধ্যাপক হাসনা বেগম করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে ফুসফুস আক্রান্তের কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে তার তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে আছেন বলে দর্শন বিভাগ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, অধ্যাপক হাসনা বেগম শিক্ষকতাকে ছাপিয়ে একজন বড় মাপেরও দার্শনিক। দেশে নারীর উচ্চশিক্ষার একজন অন্যতম পথিকৃত তিনি।

অধ্যাপক হাসনা বেগমের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান এবং ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হারুন রশীদ বলেন, তিনি ফুসফুস আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। তবে করোনার বিষয়টি জানা ছিলো না।