শিক্ষার্থী জড়ো করে বিসিএস কোচিং, গুনতে হলো জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই শিক্ষার্থী জড়ো করে কোচিং সেন্টার চালু রেখেছিল চট্টগ্রাম নগরীরর দুই বিসিএস কোচিং সেন্টার। ফলে চকবাজারের বিসিএস হেল্প লাইন ও ওরাকল নামে দুই কোচিং সেন্টারকে গুনতে হয়েছে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা।

আজ বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে কোচিং সেন্টার গুলোতে এক অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা শিক্ষার্থী জড়ো করে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।