অধিভুক্ত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে সশরীরে পরীক্ষা নেয়ার অনুমতি ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের দুটি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে। চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২০ ডিসেম্বর থেকে সশরীরে কলেজ ক্যাম্পাসে শুরু হবে এসব পরীক্ষা। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে এসব পরীক্ষা।

সম্প্রতি ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিনও দেয়া হয়েছে। পরীক্ষার রুটিন সম্বলিত বিজ্ঞপ্তিটি কলেজের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর উদ্ভূত চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কলেজের ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ ২য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নেয়ার অনুরোধ করা হলো। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে ১০ ডিসেম্বরে মধ্যে পরীক্ষার ফরম ও ফিস ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জমা দিতে বলা হয়েছে।

রুটিন সম্বলিত বিজ্ঞপ্তি