ঢাবিতে অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাবের র‍্যাবিস ভ্যাক্সিন কর্মসূচি

কুকুরকে ভ্যাক্সিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে কুকুরকে ভ্যাক্সিন প্রয়োগ করছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ কুকুরকে র‌্যাবিস ভ্যাক্সিন প্রয়োগ কর্মসূচি পালন করেছে অ্যানিমেল ওয়েলফেয়ার অব ঢাকা ইউনিভার্সিটি ক্লাব।

রবিবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কুকুরদের ওপর এ ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। আগামী ২৩ ও ২৪ নভেম্বরও ভাক্সিনেশন কার্যক্রম চালিয়ে যাবে সংগঠনটি।

সংগঠনটি আজকে ভিসি-চত্বর, টিএসসি, অপরাজেয় বাংলা,মধুর ক্যান্টিন,মল চত্বর, আইবিএ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভ্যাক্সিন পুশিং সম্পন্ন করেছে।

আগামী দুইদিনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থানে কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে ঢাবির কার্জন হল এবং সংলগ্ন হলগুলো ও মোকাররম ভবনে ভাক্সিনেশন প্রোগ্রাম চলমান থাকবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, সংগঠনটি লকডাউনের প্রথম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কুকুর বিড়ালদের খাদ্য সহায়তা এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।এছাড়াও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে কার্জন হলে কিছু কুকুরকে বন্ধ্যাকরণ করা হয়েছে।