বিশ্ব দর্শন দিবসের বিতর্কে চ্যাম্পিয়ন সূর্য সেন বিতর্ক ধারা

বিশ্ব দর্শন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিতর্ক ধারা কর্তৃক আয়োজিত ‘বিশ্ব দর্শন দিবস ৫ম আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২০’-এর এবারের চ্যাম্পিয়ন দল সূর্য সেন বিতর্ক ধারা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনলাইন জুম অ্যাপে ফাইনাল পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় সূর্য সেন বিতর্ক ধারা গ্রুপ পর্বে অপরাজিত দল হিসেবে কোয়ার্টার ও সেমি ফাইনালে নিজের আধিপত্য বজায় রেখে ফাইনালে উত্তীর্ণ হয়েছিলো। আজকের ফাইনালে পিইউডিএস সাম্পানকে ৭-০ ব্যালটে পরাজিত করে সূর্য সেন বিতর্ক ধারা অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে জয় লাভ করেছেন। প্রতিযোগিতায় মোট ২৪টি টিম অংশগ্রহণ করেছিলেন।

ফাইনালে ডিবেটর অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন তানভীর হোসাইন শান্ত। পাশাপাশি তিনি পুরো টুর্নামেন্টে ডিবেটর অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। তানভীর হুসাইন শান্ত'র সাথে সূর্যসেন বিতর্ক ধারার পক্ষে বিতর্ক করেন আসাদুল্লাহ আল গালিব এবং সুলতানুল আরেফিন বায়জিদ।

ফাইনালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান হারুন রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহকারী মডারেটর শান্তা তাওহীদা। আরো উপস্থিত ছিলেন সূর্য সেন বিতর্ক ধারার মডারেটর আহমদ উল্লাহ এবং সূর্য সেন বিতর্ক ধারার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য জনাব মিনহাজ শামীম।