ডুবন্ত ছাত্রীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ব্রিটিশ কূটনীতিক

নদীতে ঝাঁপ দিয়ে ডুবন্ত এক ছাত্রীর জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন চীনে নিযুক্ত এক ব্রিটিশ কূটনীতিক। বেইজিংয়ের ব্রিটিশ দূতাবাস ও চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনিবার (১৪ নভেম্বর) দক্ষিণ চীনে চংকিংয়ের দর্শনীয় একটি এলাকায় এ ঘটনা ঘটেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনায় পানিতে পড়ে যাওয়া এক ছাত্রীকে লড়াই করতে দেখা মাত্রই নদীতে ঝাঁপ দেন ৬১ বছর বয়সী ব্রিটিশ কনসুল জেনারেল স্টিফেন এলিসন।

পরে মুহূর্তটির একটি ভিডিও ক্লিপ টুইটারে পোস্ট করেছে ব্রিটিশ দূতাবাস। তাতে দেখা যাচ্ছে, উপুর হয়ে এক ছাত্রী পানিতে ভেসে যাচ্ছেন। আশপাশের মানুষজন আতঙ্কে চিৎকারই করছেন।

তখনই ত্রাতার ভূমিকায় আসেন পাশ দিয়ে হেঁটে যাওয়া ব্রিটিশ কূটনীতিক, মুহূর্তের মধ্যেই জুতা খুলে নদীতে নেমে পড়েন তিনি।

এলিসন ডুবন্ত নারীর নাগালে যাওয়ার পর ছোড়া হয় একটি লাইফবেল্ট। সেটির সহায়তায় খোরস্রোতা নদী থেকে তাদের নিরাপদে তীরে নিয়ে আসা হয়।

এই উদ্ধারকাজের জন্য কূটনীতিক অ্যালিসনকে স্থানীয় কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। উদ্ধারকৃত শিক্ষার্থীদেরও শ্বাসপ্রশ্বাস ও চেতনা ফিরে বলে জানা গেছে।

অ্যালিসনের বীরত্বের ব্রিটিশ দূতাবাস বলেছে, তার এই কাজে সবাই ‘খুব গর্বিত’।

টুইটারের ভিডিও ক্লিপটি দেখতে এখানে ক্লিক করুন