ফ্রান্সের পণ্য বয়কটের ডাক সাবিলা নূরের

বয়কট
সাবিলা নূর

সম্প্রতি ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই আহ্বান জানান।

ফেসবুকের ওই পোস্টে ফ্রান্সের সব সেবা ও পণ্য বয়কট করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে ১০ টা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না!রাসূল (সাঃ) এর উম্মত হিসেবে নিজের দায়িত্ব পালন করুন , যেনো হাশরের দিন প্রিয় নবী (সাঃ) এর সামনে দাড়িয়ে এতটুকু বলতে পারেন যে আপনি তার অপমানে চুপ ছিলেন না!! নূন্যতম প্রতিবাদ হলেও করেছেন!’’

এদিকে সাবিলা নূরের ওই পোস্টটি ইতোমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে। সর্বশেষ পোস্টটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ৩৭ হাজারেরও বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন। ২৩ হাজার জন পোস্টটিতে মন্তব্য করেছেন। আরা পোস্টটি শেয়ার করেছেন প্রায় ৫০০ জন।