ঢাবিতে পড়ে থাকা মৃত নবজাতকটি কাক ঠোঁকরে খাচ্ছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়
উদ্ধারকৃত নবজাতক এবং ঢাবির লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে একটি মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের আগে নবজাতকটিকে কাক ঠোঁকরে খাচ্ছিল বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনের খোলা জায়গা থেকে তা উদ্ধার করা হয়। 

প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা জানান, বেশ কয়েক দিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারের সময় নবজাতকটি পঁচে গেছে বলে জানান তারা।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে একাধিকবার মোবাইলে কল দিলে তার নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।

তবে প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য সাইফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুপুরে কাক ঠোঁকরে খাচ্ছিল একটা নবজাতককে। পরে আমরা শাহবাগ থানায় এবং প্রক্টর স্যারকে জানাই। পরে থানার পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায়। আরও কয়েক দিন আগে নবজাতকটিকে সেখানে ফেলে যাওয়া হয়েছে বলে তিনি জানান।