আজ শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন, জানাবেন যেসব সিদ্ধান্ত

শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি

শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার বিষয়ে কথা বলতে আজ বুধবার (২১ অক্টোবর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইন সংবাদ সম্মেলন করবেন। আজ দুপুর ১২টায় এ প্রেস কনফারেন্স হওয়ার কথা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদ বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন হবে কিনা সেসব বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন শিক্ষামন্ত্রী। বার্ষিক মূল্যায়ন হলে কিভাবে হবে সে বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন তিনি। বার্ষিক মূল্যায়ন হলে শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে করবে নাকি মন্ত্রণালয়ের গাইড লাইন ফলো করবে, নাকি অটো পাস হবে এসব বিষয় ক্লিয়ার করবেন ডা. দীপু মনি। বৈঠকে উঠে আসবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোনও সিদ্ধান্ত জানিয়েছে কিনা সেসব বিষয়েও কথা বলবেন তিনি।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও পাঠদানের ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালিয়ে আসছে সরকার। করোনার কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে।