
বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আগুন
- ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৭

রাজধানীর গ্রিন রোডের ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
ঘটনার পরপরই অগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আগুন লাগার পর ওই ভবন থেকে কালো ধোয়া উড়তে দেখা গেছে। তবে কি কারণে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসের ওই ভবনে আগুন লাগার পর বিপুল সংখ্যক উৎসুক মানুষ সেখানে ভিড় করেছেন। ওই ভবনে স্বপ্নের আউটলেট ছাড়াও আরও কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে।